দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গুলি সহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাত(১১/০৫/২০২২) ২ টার দিকে প্রাগপুর ইউপির জামালপুর এলাকায় চোরাচালান বিরোধী টহল দিচ্ছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র ৪৭ ব্যাটালিয়ানের অধিন জামালপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা ভারত সীমান্তের ১৫২/৯-এস পিলারের ২‘শ গজ বাংলাদেশ অভ্যান্তরে জামালপুর নামক স্থান থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। তবে, তারা কাউকে গ্রেফতার করতে পারেনি। বিজিবি‘র জামালপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার আব্দুল মান্নান জানান, চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে পিস্তলটি ফেলে রেখে পালিয়ে গেছে বলে তারা ধারনা করছেন।