কুষ্টিয়া সংবাদদাতা ॥ কুষ্টিয়ার মিরপুরে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে ব্রীজ তৈরির প্রতিবাদ করাই কাউন্সিলর রেজাউল করিম রেজা (৩৭) হামলার শিকার হয়েছে। আজ ১৯/১১/২০২২ তারিখ শনিবার সকালে মিরপুর “তহ” বাজারে তিনি এ হামলার শিকার হন। এ ঘটনায় হামলার শিকার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম রেজা স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পৌরসভার ৭নং ওয়ার্ডের নওপাড়া মহল্লায় বরিশাল খালের উপর সড়ক ও জনপথ বিভাগের আওতায় একটি নির্মাণার্ধীন ব্রীজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও সিডিউল মোতাবেক কাজ না করায় কাউন্সিলর রেজাউল করিম রেজা প্রতিবাদ করেন। ঘটনার দিন সকালে তিনি ঠিকাদার ও তার লোকজনকে সিডিউল মোতাবেক কাজ করার কথা বলে বাজারে চলে যান। এ ঘটনায় আধাঘন্টা পরে “তহ” বাজারে রহমানের চায়ের দোকানের সামনে পৌঁছাইলে ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান ছন্দের নেতৃত্ব আরো দুই থেকে ৩ জন তার উপরে হামলা চালায়। এ সময়ে হামলাকারীরা তার নিকট থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কাউন্সিলর রেজাউল করিম রেজা বলেন, আমার ওয়ার্ডে নির্মাণার্ধীন ব্রীজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও সিডিউল মোতাবেক কাজ না করায় আমি প্রতিবাদ এবং সঠিকভাবে কাজ করার জন্য ঠিকাদারকে বলি। এ ঘটনার পরপরই আমার উপর পিছন থেকে অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনার সাথে ঠিকাদারের আতাঁত রয়েছে। এ ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হামলাকারীরা আমাকে হত্যার হুমকী দেয়। ফলে আমি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রয়েছি।