# শামসুল আলম স্বপন #
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী ঐক্য জোট, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিষ্ট পাটির্, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এল.ডি.পি,বাংলাদেশ খেলাফত আন্দোলন,বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশর ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, গণতন্ত্রী পার্টি, জাকের পাটির্,জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা বাংলাদেশ,বাংলাদেশ কল্যাণ পার্টি,ইসলামী আন্দোলন বাংলাদেশ,ন্যাশনাল পিপলস পাটির্,বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি,বাংলাদেশ তরিকত ফেডারেশন,গণফ্রন্ট, প্রগতিশীল গণতান্ত্রিক দল,বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,বাংলাদেশ খেলাফত মজলিস,বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির্,খেলাফত মজলিস,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,বাংলাদেশ ন্যাশনালিস্ট- ফ্রন্টবিএনএফ, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বি.এম.এল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) ও গণ অধিকার পরিষদ ।
দুটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র পড়ার সুযোগ হয়েছে আমার । আমার বিশ্বাস সকল রাজনৈতিক দলের গঠনতন্ত্রে দেশের মানুষের স্বার্থ সংরক্ষণ এবং জনগণের অধিকার রক্ষায় সুস্পষ্ট ধারা রয়েছে। সকল রাজনৈতিক দলই চায় জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যেতে । ক্ষমতায় যেয়ে জনগণের কল্যাণ করতে এবং জনগণের চাহিদা পুরণ করতে । তাইতো নির্বাচন আসলে রাজনৈতিক দলের ইস্তেহারে দেখা যায় আমার দলকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন এ কথাটি লিখতে।
স্বৈরাচার পতনের পর জনগন আশা করেছিল অন্তর্বতীকালীন সরকার ও পরবর্তী নির্বাচিত সরকার দেশের মানুষের সকল প্রত্যাশা পুরণ করবে। কিন্তু সে গুড়ে বালি । মৎস্য উপদেষ্টা ঘোষণা দিলেন দেশের মানুষের ইলিশ না খাইয়ে বাইরে ইলিশ বিক্রি করা হবে না। এ ঘোষণায় দেশের মানুষ খুশি হয়েছিল। কিন্তু আমরা কি দেখছি ? দেশে ইলিশ বিক্রি হচ্ছে ১৭০০ টাকা কেজিতে আর ভারতে পাচাঁর করা হচ্ছে প্রায় ৩ হাজার টন ইলিশ ১১৮০ টাকা কেজিতে। প্রশ্ন হলো যে দামে ভারতে ইলিশ পাচার করা হচ্ছে সে দামে বাংলাদেশে ইলিশ বিক্রি করা হলে ক্ষতি কি ছিল ? ওই দামে ইলিশ বিক্রি করলে দেশে প্রতিদিন ৫ হাজার টন ইলিশ বিক্রি করা সম্ভব ।
যারা ভারতে ইলিশ পাচারে উৎসাহি বাণিজ্য মন্ত্রণালয়ের জড়িত কর্মকর্তা, মাছ ব্যবসায়ী তারা কি জনগণের সাথে প্রতারণা ও বেঈমানী করেনি ? দেশের মানুষের ইলিশ থেকে বঞ্চিত করে ভারতের ভাসুরদের ইলিশ খাওয়ানোর জন্য এত তোড়জোড় কেন? তাদের দেশপ্রেম কোথায় ? তারা কি দেশদ্রোহীতার অপরাধ করলো না ? তাদের কি বিচার করা হবে না ?
মজার ব্যাপার হলো প্রবাসে থাকা ও দেশের অনেক সাংবাদিক ইলিশ পাচারের বিষয়ে বিরোধীতা করে সংবাদ পরিবেশ করলেও আমাদের দেশের জনপ্রিয় (?) রাজনৈতিক দল গুলো এ ব্যাপারে টু শব্দ পর্যন্ত করেনি। তা হলে কি দেশবাসী বুঝবে আওয়ামীলীগ শুধু নয় সবাই তলে তলে ভারতের দালাল ?
–
লেখকঃ শামসুল আলম স্বপন, কুষ্টিয়া স্টাফ রিপোর্টারঃ দৈনিক আমাদের সময়,
সভাপতিঃ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা ),
সম্পাদকঃ স্বাধীনবাংলা নিউজ।