# শামসুল আলম স্বপন #
স্যার আপনি বলেছেন “দেশে সংষ্কার চলছে, আপনারা ধৈর্য্যহারা হবেন না, আল্লাহর কাছে সাহার্য্য চান” । আমার বিশ্বাস আপনার এ বক্তব্য দেশের মানুষ আন্তরিকতার সাথে গ্রহন করেছে। আপনি যে সব বিষয়ে সংষ্কারের কাজ হাতে নিয়েছেন আমার মনে হয় তা আগামী ৫ বছরেও শেষ করতে পারবেন না । কারণ উন্নয়নের রানী (?) শেখ হাসিনা গত ১৫ বছরে প্রশাসনের ৬ স্তর পর্যন্ত সাজিয়েছেন আ’লীগ ও ফরিদপুর-গোপালগঞ্জের লোকজন দিয়ে ।
খোঁজ নিয়ে দেখুন সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর ( বিজিবি), র্যাব, আনসার এবং সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত পিয়ন থেকে উচ্চপর্যায়ে যারা চাকরি করছেন তারা অধিকাংশই কম-বেশী বঙ্গবন্ধুর সৈনিক । শুধু তাই নয়, উপদেষ্টা পরিষদে যাদের স্থান দিয়েছেন তাদের মধ্যে ২জন সরাসরি এবং বাকি কয়েকজন আওয়ামী ক্যাপসুল(?) খাওয়া রোগী । যে কারণে ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতেন জননেত্রী (?) শেখ হাসিনা ।
প্রশাসনের ৬ স্তর পর্যন্ত যেখানে রয়েছে আওয়ামীলীগের দখলে সেখানে আপননি কাদের দিয়ে দেশ সংষ্কার করবেন ? কাকে সরাবেন আর কাকে বসাবেন? নিরপেক্ষ দক্ষ মানুষ খুঁজতেই তো কমপক্ষে আপনার ২ বছর পার হয়ে যাবে ।
এর মধ্যে যদি রাষ্ট্রপতি কোন এক গভীর রাতে আপনার সরকারকে অসাংবিধানিক সরকার বলে ঘোষণা দেন তা হলে আপনি কি করবেন? বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা কতক্ষণ আপনাকে আগলে রাখবে? ।
সারা বিশ্বাস আপনার সাথে থাকলেও আপনার কাছে রয়েছে শেখ হাসিনার আশ্রয় দাতাদেশ ভারত। আর আপনার আশে পাশে রয়েছে “র” এর সুদক্ষ বন্ধুরা । যদিও আপনার উপর রয়েছে ১৬কোটি মানুষের আস্থা । তারপরও আপনি কতটা নিরাপদ ? আপনার নিশ্চয় মনে আছে সাবেক জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন জনসভায় বলতেন “জনগণই ক্ষমতার উৎস ” (নাউযুবিল্লাহ) । কিন্তু আল্লাহ পাক যেদিন তাকে পৃথিবী থেকে তুলে নিলেন সেদিন দেশের কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছেন কিন্তু বাঁচাতে পারেন নি। তা হলে ক্ষমতার মালিক কে জনগণ? ভারত? না মহান আল্লাহ রাব্বুল আলামীন ? আমরা কাকে ভয় করবো ? আওয়ামী, ভারত না আল্লাহ কে। কারকাছে সাহয্য চাইবো । আপনি অবশ্য আল্লাহর কাছে সাহার্য্য চাইতে বলেছেন । ধন্যবাদ আপনাকে । দেশবাসী চায় আপনিও ৫ ওয়াক্ত নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করুন।
স্যার আপনার কাছে আমার অনুরোধ আপনি পৃথিবীর অনেক দেশ ভ্রমন করেছেন এবার দয়া করে মক্কা মদিনায় যান । কাবা শরীফে দু রাকাত নফল নামাজ আদায় করে গিলাপের কাপড় ধরে দেশের মানুষের জন্য এবং স্বৈরাচারের ষড়যন্ত্র ও কু-মন্ত্রণা থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করুন । নিশ্চয় আপনি সফল হবেন। সেই সাথে আপনার পাশে যে সব আওয়ামী সাহাবারা রয়েছে তাদেরকে দ্রুত সরান।
স্যার আপনি তো জানেন দেশের বড় বড় রাজনৈতিক দল গত ১৫ বছর আন্দোলন করেও স্বৈরচারের পতন ঘটাতে পারে নি অথচ বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা পতন ঘটালো আইরন লেডী শেখ হাসিনার সরকারকে। গত ৪ আগষ্টও কেউ ভাবতে পারেনি প্রবল প্রতাপশালী স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাবে । তিনি নিজেও হয়তো ভাবেননি ।
স্যার আপনি কি ৫ আগষ্ট ভাবতে পেরেছিলেন এই দেশের দায়িত্ব আপনার উপর বর্তাবে ? এ সবের নেপথ্য কারিগরকে ? তিনি হলেন আলীমুল গায়েব মহান আল্লাহ রাব্বুল আলামীন । যিনি ক্ষমতার উৎস এবং মালিক । তার দরবারে কোটি কোটি শুকরিয়া । যে দায়িত্ব আপনার উপর অর্পন করেছেন তিনিই ভালো জানেন আপনাকে তিনি কতদিন ক্ষমতায় রাখবেন।
তবে দেশবাসী আশা করে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীরা যাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবন বাজী রেখে আন্দোলন করেছেন তাদের সকল মিথ্যাও ষড়যন্ত্রমুলক মামলা দ্রুত প্রত্যাহার করে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আপনার উপদেষ্টা পরিষদে স্থান দিন।
সাইবার ক্রাইম ও আইসিটি এ্যাক্টসহ বিভিন্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলার কারণে যে সকল কন্ঠযোদ্ধা প্রবাসে আটকে আছেন তারা হলেন-, ড. পিনাকী ভট্টাচার্য। লেখক, সোশ্যাল একটিভিস্ট,রাজনীতি বিশ্লেষক, মানবাধিকারকর্মী,সম্প্রতি অর্থনীতি নিয়ে পিএইচডি করতেছেন। ২, ইলিয়াস হুসাইন। বাংলাদেশের অন্যতম সাহসী দেশপ্রেমিক অনুসন্ধানী সাংবাদিক। ৩, ড. কনক সরওয়ার। সাংবাদিক। ৪, খালেদ মহিউদ্দিন। সাংবাদিক, লেখক ও ঔপন্যাসিক, উপস্থাপক। ৫, জুলকারনাইন সায়ের খান (ওরফে সামি) অনুসন্ধানী সাংবাদিক, মানবাধিকার কর্মী। [১] তিনি আল জাজিরা কর্তৃক বাংলা ভাষায় বাংলাদেশ নিয়ে প্রচারিত বিখ্যাত অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ” ৬, ড. জাহেদ উর রহমান। পেশাঃ লেখক, রাজনীতি বিশ্লেষক,
৭, কর্নেল শহিদ উদ্দিন, সাবেক সেনা অফিসার বাংলাদেশ সেনাবাহিনী ৮. মেজর দেলোয়ার হোসেন, সাবেক সেনা অফিসার বাংলাদেশ সেনাবাহিনী।
৯, জিল্লুর রহমান। তৃতীয় মাত্রা,ধরণ,আলোচনা অনুষ্ঠান, নির্মাতা, উপস্থাপক। ১০, ফাহাম আব্দুস সালাম। লেখক, রাজনীতি বিশ্লেষক।
১১, মুশফিকুল ফজল আনসারী। সাংবাদিক। ১২, সাহেদ আলম। ১৩্ নায়েব আলীসহ অরো অনেকে ।
এই সব কন্ঠযোদ্ধাদের প্রতি আমার স্যালুট । অকুতোভয় এই বীর সেনানীদের সকল মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে এনে ভারতীয় দালালদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদে স্থান দিন । দেখবেন আপনার সরকারের বিরুদ্ধে টু শব্দ করার কেউ সাহস পাবে না। সেই সাথে সাইবার ক্রাইম ও আইসিটি এ্যাক্ট বাতিল করে রাজনৈতিক কারণে যে সকল সাংবাদিক, সাধারণ মানুষ ও আলেমদের কারাবন্দী করে রাখা হয়েছে তাদেরকে দ্রুত কারামুক্ত করুন।
এ ছাড়া যারা দেশের ব্যাংক ও আর্থিক খাত লুট করে বিদেশে অর্থপাচার করেছে তাদেরকে দেশদ্রোহী ঘোষণা দিয়ে বিদেশে থাকা তাদের বাড়ি-গাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রি করে এবং তাদের কাছে থাকা নগদ অর্থ দেশে ফিরিয়ে আনুন। পাশাপাশি দেশের সরকারি অর্থ তছরুপকারী ঘুষখোর ও দুর্নীতিবাজদের গ্রেফতার করে তাদের ও তাদের স্বজনদের ( জড়িত যারা) স্থাবর / অস্থাবর সম্পদ সরকারে অনুকুলে বাজেয়াপ্ত করুন।
স্যার আপনাকে ধন্যবাদ জানাই আপনি নতুন স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া আবু সাঈদ-মুগ্ধসহ শহীদ যোদ্ধাদের পরিবারকে ৫ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়েছেন এই জন্যে । আমার দাবি আওয়ামী সরকারের আমলে প্রায় ৫৫হাজার ভূয়ামক্তিযোদ্ধাদের মাসিক ভাতা দিচ্ছে সরকার। ওই সব ভূয়ামুক্তিযোদ্ধাদের ভাতা বাতিল করে নতুন স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকল পরিবারকে ওই ভাতা প্রদান করুন।
স্যার দেশবাসী চায় আপনি দেশটাকে সুন্দর করে সাজান । যারা কালই নির্বাচন চান তাদের তর সইছে না । গত দেড় মাসে তারা লুট পাটের পরিকল্পনা চুড়ান্ত করেছে । এখন একটা প্রহসন মুলক নির্বাচন প্রয়োজন তাদের। ক্ষমতার মসনদ পেলেই ১৫ বছরের ক্ষুধা মিটাবে ১ বছরেই। দেশের মানুষ এমন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চ্য়া না।
দেশবাসীর দাবি যতদিন লাগুক আপনি দেশের সকল বিভাগ শক্তহাতে সংষ্কার করুন। প্রয়োজনে ১ বছর পর গণভোট দিয়ে যাচাই করুন দেশবাসী কতদিন আপনার সরকারকে ক্ষমতায় দেখতে চায়। দেশবাসী মনে করে আপনি ব্যর্থ হলে দেশ আবারো স্বাধীনতা হারাবে।
–
লেখকঃ শামসুল আলম স্বপন, কুষ্টিয়া স্টাফ রিপোর্টারঃ দৈনিক আমাদের সময়,
সভাপতিঃ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন ( বনপা ),
সম্পাদকঃ স্বাধীনবাংলা.নিউজ।