পাবনা প্রতিনিধিঃ মেয়ের ধর্ষন প্রচেষ্টাকারীর বিরুদ্ধে মামলা করায় প্রচন্ড মারধরের স্বীকার মেয়ের মা মারাত্মক আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ (১৪.০৩.২০২৩) সকালে পাবনা সদর থানার গয়েশপুর ইউনিয়নের হামিদপুর গ্রামে ৮ বছরের মেয়ে স্কুল থেকে বাড়িতে ফেরার সময় প্রতিবেশী ফরিদ (৪০) তাকে মুখ চেপে ধরে রাস্তার পাশের ঝোপে নিয়ে ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে একজন ভ্যান চালকের নজরে আসলে সে মেয়েটিকে উদ্ধার করে মায়ের কাছে পৌছে দেয়। মেয়েটির মা রানী খাতুন পাবনা সদর থানায় ফরিদের নামে মামলা করে বাড়ি ফিরলে ফরিদ ও তার আত্মীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে প্রচন্ড মারধর করে। মারাত্মক আহত অবস্থায় রানী খাতুন পাবনা সদর হাসপাতালে ভর্তি হন।
পাবনা সদর থানার অফিস ইন চার্জ কৃপা সিন্ধু বালা জানান মামলা হয়েছে এবং আসামী ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে।
