সমতল ডেস্কঃ শনিবার (১৪ মার্চ) বিকেলে র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে আটকদের বিভিন্ন মেয়াদের জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল জানান, চাকী বাড়িতে মদ বিক্রির লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অপ্রাপ্ত বয়স্ক ও সাধারণ যুবকদের কাছে মদ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিকেলে অভিযান চালায় র্যাব। এ সময় হাতেনাতে কয়েকজনকে আটক করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ অপরাধে মদের দোকান মালিক প্রলয় চাকীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নীতিবহির্ভূতভাবে মদসেবন করায় অন্তত ৫০ জনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে আনার পর ভ্রাম্যমাণ আদালতে আটজনকে এক হাজার টাকা করে জরিমানা এবং ৩৮ জনকে তিনদিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্যান্য আটকরা নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
পরিচয় গোপন রাখার শর্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা কার্যালয়ের একজন কর্মকর্তা জানান প্রলয় চাকী আমাদের সবসময় প্রেসারের মধ্যে রাখেন; প্রলয় চাকী সবসময় বলেনঃ যে তার সাথে প্রশাসনের বড় বড় কেউকেটার যোগাযোগ আছে, আমি নিজেই আওয়ামীলীগের নেতা, পাবনার সমস্ত মাস্তান ও নেতারা আমার পকেটে, বিভিন্ন এসপি, ডিসি, ডিজির সাথে আমার সম্পর্ক, আমরা অনেক পুরাতন ব্যবসায়ী এযাবৎকাল আমাদের কেউ কিছু করতে পারেনি।
খোজ নিয়ে জানা গেছে নেতা প্রলয় চাকী আইন ভঙ্গ করে ভোর থেকে রাত ১২ টার পরেও মদের দোকান খোলা রাখেন। স্কুল কলেজের ছেলে সহ লাইসেন্স বিহিন শতশত মানুষের কাছে প্রতিদিন মদ বিক্রি করেন প্রলয় চাকী, শুক্র বার সহ সরকারি ছুটির দিনেও তিনি মদের দোকান খোলা রাখেন। আইন ভঙ্গ করে তিনি মদ রি-সেল করান সুইপার কলোনি সহ আরও অনেক জায়গায় ।
অভিযুক্ত প্রলয় চাকী জানান লাইসেন্সের শর্ত ভঙ্গ হয়নি, অভিযানের বিষয়টি সাজানো।
পাবনার র্যাব-১২ এর প্রেস রিলিস।
——————————
প্রেস রিলিজ
র্যাব-১২, সিপিসি-২, পাবনা
————————–
পাবনা র্যাব কর্তৃক মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা ৪৬ (ছেচল্লিশ) জনকে কারাদন্ডসহ অর্থদন্ড প্রদান।
————————————————————————————————-
১৪ মার্চ ২০২০ খ্রিঃ ১৫.০০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানাী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার (সহকারী পুলিশ সুপার) এর নেতৃত্ত্বে একটি আভিযানিক দল অনুজা মন্ডল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পাবনা সদর পাবনার উপস্থিতিতে পাবনা জেলার সদর থানাধীন চাকী বাড়ি সাকিনস্থ দেশীয় মদ ব্যবসায়ী প্রলয় চাকীর মদের দোকানে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৯ এর উপধারা ১ এর দফা (গ) অপরাধে ৩৬(৫) ধারায় দেশীয় মদের দোকানের মালিক ১। প্রলয় চাকী (৫৯), পিতা- মৃত লক্ষণ দাস চাকী, সাং- পাথর তলা, থানা- পাবনা সদর, জেলা- পাবনাকে মদ্যপান এবং মদ পরিবহনের লাইসেন্স বিহীন ব্যক্তিদের কাছে দেশীয় মদ বিক্রয় এবং প্লাষ্টিকের পলিথিনে করে অস্বাস্থ্যকর ভাবে মদ বিক্রয় করায় তাহাকে দোষী স্বাবস্থ্য করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা এবং মদ্যপানের লাইসেন্স ব্যতিত দেশীয় মদ ক্রয় করায় এবং অবৈধ ভাবে মদ্যপান কারায় দোষী স্বাবস্থ্য করে ২। মোঃ মাসুদ রানা (১৯), পিতা- মোঃ রওশন শেখ, সাং- কাশিনাথপুর, ৩। মোঃ জসিম (২২), পিতা- মোঃ রতন প্রামানিক, সাং- মন্ডলপাড়া ২ নং ওয়ার্ড, ৪। টুটুল প্রাং (২৮), পিতা- মৃত লোকমান হোসেন, সাং- শালগাড়ীয়া, ৫। রবিউল ইসলাম (২৫), পিতা- মোঃ ইসমাইল, সাং-সিংগা, ৬। মোঃ বাবু প্রামানিক (২৫), পিতা-মোঃ সাগর প্রামানিক, সাং- হাজির হাট, ৭। মোঃ আজমল বিশ^াস (২৭), পিতা- মোঃ আজিজ বিশ^াস, সাং- তাজপাড়া, দাপুনিয়া, ৮। মোঃ দুলাল (৪৫), পিতা-মৃত আব্দুল হামিদ প্রামানিক, সাং- মাদার বাড়িয়া, ৮। মোঃ রাকিবুল ইসলাম @ শুভ (২৬), পিতা- মোঃ আব্দুল আজিজ, সাং- নয়নামতি, ১০। মোঃ শামিম (২১), পিতা- হামিদ হোসেন, সাং- আরিফপুর, ১১। মোঃ মালেক (৪০), পিতা- মৃত সিরাজ, সাং- লাইবারী কলাবাগান, ১২। মোঃ সুমন (২৫), পিতা- আব্দুর রব, সাং- রাজাপুর, ১৩। মোঃ জাহাঙ্গীর হোসেন পিন্টু (৪০), পিতা- মোঃ নজরুল ইসলাম, লস্করপুর, ১৪। কামরুল শেখ (৩৬), পিতা- মৃত রওশন আলী মাষ্টার, সাং আশুতোষপুর, ১৫। মোঃ সৌরভ (২৪), পিতা- মোঃ রাজ্জাক সাং- শিবরামপুর, ১৬। মোঃ ইয়াকুব ফকির (৪৫), পিতা- মৃত সানু ফকির, সাং- আরিফপুর হাজিরহাট, ১৭। মোঃ আলাল (২৫), পিতা- মৃত ইরাদ আলী, সাং- দক্ষিন রাঘপুর, ১৮। মোঃ মিরাজুল (৩৬), পিতা- রজব সিকদার, সাং- চর আশুতোষপুর, ১৯। মোঃ শামিম মিয়া (৩২), পিতা- নিজাম মিয়া- সাং- সুধিরাজপুর, ২০। মোঃ শিমুল (২৩), পিতা- মৃত মান্নান প্রাং, সাং- বলরামপুর, ২১। মোঃ আজাদ (৫০), পিতা- মোসলেম উদ্দিন, সাং- বলরামপুর, ২২। মোঃ রবিন হোসেন (২০), পিতা- রবিউল ইসলাম, সাং- ভাঁজপাড়া, ২৩। মোস্তফা কামলাল (৫১), পিতা- মৃত আবুল হোসেন, সাং- আরিফপুর, ২৪। মোঃ মহিরুল ইসলাম (৪৯), পিতা- মৃত মোসলেম উদ্দিন, সাং- রামচন্দ্রপুর, ২৫। আরশেদ মির ( ৩৮), পিতা- খোরশেদ মির, সাং- চর আশুতোষপুর, ২৬। ইশরাত আলী (৫৫), পিতা- মোসলেম, সাং- শালগাড়ীয়া, ২৭। শ্রী প্রলক সরকার (২৩), পিতা- প্রশান্ত সরকার, সাং- লক্ষিপুর, ২৮। মোঃ রেজাউল (৪০), পিতা- হাবিল, সাং- বলরামপুর, সর্ব থানা- পাবনা সদর, জেলা- পাবনা, ২৯। শ্রী তপস কুমার দাস (২৬), পিতা- শচিন দাস, সাং- দড়ি নারিচা, ৩০। আমিরুল শেখ (৩৫), পিতা- আকবার আলী, সাং- বাগল শহিদপাড়া, ৩১। মোঃ মিজানুর রহমান (৩২), পিতা- মৃত শাহজাহান, সাং- যুক্তিতলা, সর্ব থানা- ঈশ^রদী, জেলা- পাবনা, ৩২। মোঃ বিপুল (২৫), পিতা- বারেক, সাং- শান্তিপুর, থানা- সুজানগর, জেলা- পাবনা, ৩৩। মোঃ সজিব (২০), পিতা- শুকচাদ, সাং- শ্রিকান্ডপুর, ৩৪। বায়েজিদ হোসেন (২২), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- নওদাপাড়া, উভয় থানা- আটঘরিয়া, জেলা- পাবনা, ৩৫। মোঃ জুয়েল শেখ (২০), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- কাশিনাথপুর, ৩৬। মোঃ রায়হান, (২০), পিতা- মোঃ মাজিদুল শেখ, সাং- কাশিনাথপুর, উভয় থানা- সাঁথিয়াম, জেলা- পাবনা, ৩৭। মোঃ আকরাম (৩৩), পিতা- আক্কেছ আলী প্রাং, সাং- লক্ষীপুর, থানা- আতাইকুলা, জেলা- পাবনা, ৩৮। মোঃ রবিউল (৩৫), পিতা- ছাত্তার শেখ, সাং- শক্তিপুর, ৩৯। মোঃ তাকাসিন মোল্লা (৩৬), পিতা- হয়রত মোল্লা, সাং- রাড়াবি, উভয় থানা- শাহাজাদপুর, জেলা- সিরাজগঞ্জগনদের ০৩ (তিন) করে বিনাশ্রম করাদন্ড প্রদান, ৪০ । মোঃ আবু বক্কর (৪৮), পিতা- মৃত আব্দুল লতিফ, কিসমত প্রতাবপুর, ৪১। মোঃ রবিউল ইসলাম, পিতা- মৃত মহির মৃধা, সাং- দূর্গাপুর, ৪২। মোঃ মানিক (৩৮), পিতা- আঃ কাদের, সাং- রামচন্দ্রপুর, ৪৩। মোঃ মিন্টু সরদার, সাং- দক্ষিণ রামচন্দ্রপুর, সর্ব থানা- পাবনা সদর জেলা- পাবনাদের ১০০০/- (এক হাজার) টাকা করে জরিমানা এবং ৪৪। নওশাদ হাসান (৩৫), পিতা- মৃত আসাদ হোসেন, সাং- শিবপুর, ৪৫। মোঃ শামীম হোসেন (২৫), সাং- রাজাপুর, ৪৬। মোঃ সুজন হোসেন (২৫), পিতা- মোঃ লিয়াকত আলী, সর্ব থানা- পাবনা সদর, জেলা- পাবনাদের ৫০০/- (পাঁচশত) টাকা করে জরিমানা আদায় করেন, ধৃত আসামীগনদের পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।