সমতল ডেস্কঃ পাবনায় স্বামী এবং ছয় দেবরের মারের আঘাতে ৩ সন্তানের জননী রোজিনা খাতুন মারাত্মক ভাবে আহত হয়ে পাবনা সদর
হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল মালিগাছা ইউনিয়নের রাখালগাছি গ্রামে এই ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় ত্রিশ বছর মানুষের বাড়িতে
কাজ করে জমানো টাকায় দেবরদের কাছ থেকে বাড়ি করার জন্য এক খন্ড জমি কেনেন রোজিনা খাতুন। স্বামী হাসান মণ্ডলের
প্রশ্রয়ে দেবররা সে জাগার দখল দেয় নাই আজও। ঘরের প্রয়োজনে জায়গার আলোচনা শুরু করতেই হাসান মন্ডল তার
ভাইদের সাথে নিয়ে স্ত্রী রোজিনা খাতুনকে মারাত্মক ভাবে মারতে শুরু করে। এঘটনায় ৩ সন্তান নিজেদের পিতা হাসান মন্ডল
সহ ছয় চাচার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।