সমতল ডেস্কঃ গত বুধবার (২৪-০৮-২০২২ইং) পাবনা গণপূর্ত বিভাগের অনিয়ম ও দূর্নীতি অভিযোগটি পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে জানা যায় তোয়া এন্টার প্রাইজের মালিক তুষার একাই পেয়েছে ১৬ গ্রুপ কাজ। এই সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ঠিকাদার নয়নের উপর আক্রমন করে তোয়া এন্টার প্রাইজের মালিক ঠিকাদার তুষার এর অস্ত্রধারী বাহিনী। এতে আহত হয় নয়নের ছেলেসহ ৫ জন, তাদেরকে বাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাবনা সদর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। এই রির্পোটটি লেখা পর্যন্ত উভয় পক্ষ থেকে থানায় কোন মামলা হয় নাই। তবে ঠিকাদার নয়নের পক্ষ থেকে নয়নসহ তার পরিবারের জানমালের নিরাপত্তার রক্ষার্থে পাবনা সদর থানা একটি সাধারণ ডায়রী করেছে বলে জানা গেছে।
সাধারণ ডায়রী থেকে জানা যায়, গত বুধবার (২৪-০৮-২০২২ইং) আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় নয়ন নিজস্ব প্রাইভেটকার যোগে আয়কর রির্টান দাখিলের উদ্দেশ্য ট্র্যাক্স (আয়কর) অফিসে যায়। সেখানে তুষার ও তার ভাই রাজিবসহ ১০/১২ জন মিলে নয়নকে আক্রমন করার চেষ্টা করে। নয়ন কোনভাবে বাসায় চলে আসে। পরে আনুমানিক দুপুর ২.০০ ঘটিকার সময় তুষার, রাজিবসহ ৪০/৫০ জন এসে নয়নের বাসার আশেপাশে অবস্থান করে নয়নের ছেলে ও নয়নের স্ত্রীর মামাতো ভাইকে মারধর করে। এসময় নয়নের গ্রুপের লোকজন বাধা সৃষ্টি করতে গেলে তাদেরকেও মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে ২ রাউন্ড গুলি করে, তা লক্ষ্যভ্রষ্ট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন করার জন্য নয়ন তার লাইসেন্সকৃত শর্টগান দ্বারা ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়। সংবাদ পেয়ে পাবনা সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে।
একাধিক সূত্রে জানা যায়, গত ১১-০৮-২০২২ইং তারিখে দেশের একটি জাতীয় পত্রিকায় পাবনা গণপূর্ত বিভাগের অনিয়ম ও দূর্নীতি অভিযোগটি পত্রিকায় প্রকাশিত হওয়াকে কেন্দ্র করে ঠিকাদার নয়ন এর উপর তুষার গ্রুপ আক্রমন করে।