সমতল ডেস্কঃ ঈদের দিনে পাবনা জেনারেল হাসপাতালের পরিদর্শনে অব্যবস্থাপনা দেখে ক্ষুব্ধ হলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দ: প্রিন্স।
আজ (২২ এপ্রিল) দুপুরে হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে হাসপাতাল পরিদর্শন যান তিনি। এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতি, অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা ও খাবারের নিম্নমান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি।
হাসপাতালে ইন্টার্নি ছাড়া কোনো চিকিৎসক এমনকি হাসপাতালে সহকারী পরিচালককেও তিনি পাননি। এমন চিত্র দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে মানসিক হাসপাতাল এবং জেলা কারাগারও পরিদর্শন করেন এমপি।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক কামিল হোসেন, পৌর আ.লীগরে সাধারণ সম্পাদক শাজাহান মামুন সহ অন্যন্য নেতারা।