পাবনা প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদী থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌপুলিশ।
নাজিরগঞ্জ নৌপুলিশ ফারির উপপরিদর্শক (এসআই) মোঃ সাইদুর রহমান জানান গতকাল ০৫.০৪.২০২৩ তারিখ বুধবার রাতে ৯৯৯ থেকে ফোন প্যেয়ে সুজানগর থানার সাতবারিয়া ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামের নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরাতহাল শেষে সুজানগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।