পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকৰ ডাকাতির ঘটনার ট্রাকসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ । এঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক হয়েছে ।
আজ ৩০.০৩.২০২৩ তারিখে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী সংবাদ সম্মেলনে জানান এ মাসের ২৩ তারিখে পাবনা
ঈশ্বরদী উপজেলার জয়নগরে ভোর রাতে দোকান ডাকাতি মামলার তদন্তে তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাক্যয় অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারক্তি অনুয়ানী ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুন্ঠিত মালমাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরিফুল ইসলাম,বোরহান শেখ,আশরাফুল শেখ, শিমুল শেখ,কামাল শেখ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, দস্যুতা, ডাকাতিসহ একাধিক করে মামলা রয়েছে।