নির্বাচন অফিসের চোরাই যাওয়া সরকারি মালামাল উদ্ধার করলো পাবনা পুলিশ

সমতল ডেস্কঃ পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী এর নির্দেশে ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকুনুজ্জামান সরকার এর দিকনির্দেশনায় এবং পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত)-মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ জাহেদুল ইসলাম, এএসআই মোঃ জাহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স আজ ২৩/১১/২০২২ এ আনুমানিক সন্ধ্যা ৬.০০ থেকে রাত ১২.০০ টা পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করিয়া পাবনা সদর থানার মামলা নং – ৩৫, তাং ২০/১১/২০২২ ইং ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড এর চোরাই যাওয়া মালামাল উদ্ধার ও ৪ জন আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসমীগনঃ
১। মোহাম্মদ জুয়েল (৩৬) পিতা- মোঃ আব্দুল কুদ্দুস, সাং- মালঞ্চি বাজার,
২। মোঃ আজিজুল ইসলাম (২৮), পিতা – মোঃ কামাল হোসেন, সাং- মহেন্দ্রপুর,
৩। মোঃ ভুলু খান (৪২), পিতা – মৃত- ইউসুফ কামার, সাং- আরিপপুর মধ্যপাড়া,
৪।মোঃ কাউসার শেখ (২২), পিতা- মোঃ আব্দুর রশিদ, সাং- ছাতিয়ানি পশ্চিমপাড়া বটতলা, সর্ব থানা ও জেলা- পাবনা।

ঊদ্ধারকৃত চুরি যাওয়া মালামালঃ
১। ল্যাপটপ ০১টি,
২। ক্যামেরা ০১ টি,
৩। এলসিটি মনিটর ০২ টি,
৪। সিগনেচার প্যাড ০১ টি।
উল্লেখ্য যে চুরি যাওয়া মালামাল গুলোতে এন.আই.ডি. তৈরি এবং ভোটারদের তথ্য সংরক্ষিত ছিল।

এ ঘটনার প্রধান আসামি জুয়েল বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ র ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Send this to a friend