সমতল ডেস্কঃ পাবনা প্রতিশ্রুতি এনজিওর অপমান সইতে নাপেরে এসিড পান করে আত্মহত্যা চেষ্টাকারী রোজীনা খাতুন মারা গেছেন।
রোজিনা খাতুন পাবনা সদর থানার দোগাছি ইউনিয়নের আরিফপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
প্রায় আড়াই মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল মঙ্গলবার চিকিৎসারত অবস্থায় পাবনা শহরের আরিফপুরে নিজ বাস ভবনে রাত ১১টার দিকে মারা যান তিনি। আজ বুধবার সকালে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলে বিকেল ৫ঃ৫০ এ তার দাফন সম্পন্ন হয়।
রোজীনা খাতুন
গত ১১ জানুয়ারি (বুধবার) পাবনা সদর থানার দোগাছি ইউনিয়নের প্রতিশ্রুতি এনজিওর ঋনের টাকা পরিশোধ করতে না পারায় এবং এনজিও কর্মীদের অপমানের পর অ্যাসিড পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রোজীনা খাতুন। প্রাণে বেঁচে গেলেও গুরুতর অবস্থায় গত প্রায় আড়াই মাস ধরে পর্যায়ক্রমে পাবনা, রাজশাহী ও ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
রোজীনা খাতুনের ছেলে হৃদয় হোসেন বললেন মায়ের মৃত্যুর ঘটনাঃ
১৫ই জানুয়ারী রোজীনা খাতুনের ছেলে হৃদয় হোসেন ৫ জনের নামে মামলা করলে ২ জন গ্রেপ্তার হয় এবং কয়েকদিন পরেই তারা জামিনে মুক্তি পায়।
অফিস সুত্রে জানা যায় প্রতিশ্রুতি এনজিও তার অভিযুক্ত কর্মচারীদের অন্য স্থানে বদলি করেছেন। প্রতিশ্রুতি এনজিওর দোগাছি শাখার নতুন ব্রাঞ্চ ম্যানেজার আব্বাস উদ্দিন বলেন পারিবারিক কলহের কারনে রোজীনা খাতুন আসিড পান করেছিলেন।
স্ত্রীর লাশের সাথে বসে রোজীনা খাতুনের স্বামী আমজাদ হোসেন বলেন আমি শুষ্ঠ বিচার চাই, এই বিচার আমি দেখে যেতে চাই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন তদন্ত চলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।