সমতল ডেস্কঃ পাবনা জেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের বিরুদ্ধে পাবনা জেলা বিএনপি’র করা মিথ্যা মামলার প্রতিবাদে আজ পাবনায় জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ই জুন পাবনায় বিএনপি নেতাদের উপর হামলার অভিযোগে পাবনায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ.লীগের সদস্য রফিকুল ইসলাম রুমন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত ও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত এর বিরুদ্ধে জেলা বিএনপির দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১২/০৭/২০২৩ বুধবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ঃ৩০ মিনিটে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের হামিদ রোড প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগের কার্জালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত সহ সাবেক ছাত্র নেতরা। মিছিল শেষে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে বলেন বিএনপি-জামাত ক্ষমতায় আসার জন্য জনগনের কাছে না গিয়ে বিভিন্ন এমবেসিতে যাচ্ছে, মিথ্যা মামলা দিয়ে ছাত্রলীগকে হয়রানি করছে, ক্ষমাতায় আসতে হলে জনগনের ভালোবাসা নিয়ে আসতে হবে, এছারাও জেলা বিএনপির আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব কে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা করেছে পাবনা জেলা ছাত্রলীগ।