পাবনায় ১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ ১৭/০৩/২০২৩ তারিখ ২১.০৫ টায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি অভিজানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের মেরিল বাইপাস মোড় থেকে মাদক মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামী মোঃ হান্নানকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আসামীকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।