একই দিনে দুই অভিযান র‌্যাব-১২ কুষ্টিয়ার: অস্ত্র উদ্ধার এবং মাদক সহ মাদক ব্যবসায়ী আটক

সমতল ডেস্কঃ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ২৬ নভেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ১২:২৫ এ কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন ওসমানপুর গ্রামে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটারগান এবং ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত জব্দ করে খোকসা থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

অপর দিকে একই দিন ২৬ নভেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ০৮.৪০ এ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রামে’’একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ কেজি গাঁজা, যাহার আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সহ ০১ জন আসামি কে গ্রেপ্তার করে।
আসামীর নামঃ মোঃ আরশেদ আলী(৪৬), পিতা-মৃত আজমত আলী, সাং-সোনাইকুন্ডি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলায় দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে উক্ত থানায় সোপর্দ করা হয়েছে।

Send this to a friend