সমতল ডেস্কঃ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল আজ ৩০/১০/২০২২ তারিখ রাত আনুমানিক ০৭:০০ এ কুষ্টিয়ার জেলার সদর থানার নফরশাহ পাড়ায় এলাকায় অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত পলাতক আসামী মোঃ জিপ্পু(২৮) কে গ্রেপ্তার করে। মোঃ জিপ্পুর বাড়ি কুষ্টিয়া সদর থানার আরওয়া পাড়ায়। আসামী মোঃ জিপ্পু কুষ্টিয়া জেলার সদর থানার মামলা নং-৫০, তারিখ ২২ সেপ্টেম্বর ২০২২, ধারা- পেনাল কোড ১৮৬০ এর ৩৭৯, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ (সংশোধিত ২০২০), পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) এর এজাহারনামীয় পলাতক আসামি। আসামী মোঃ জিপ্পুকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।