সমতল ডেস্কঃ গ্রেপ্তার কৃত আসামীর নাম ছহিম হোসেন তুহিন। আসামী তুহিন গত ০৩/০৯/২০২২ তারিখে সুখী খাতুন (১৬) নামের এক কিশোরীকে বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার এলাকা হতে অপহরণ করায় অপহৃত মেয়ের অভিভাবক বগুড়া জেলার আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হতেই উক্ত আসামী পাবনা জেলার ঈশ্বরদীতে আত্মগোপন করে ছিলো।
গতকাল ০৯ই ডিসেম্বর রাতে গোপন সংবাদ পেয়ে র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল আসামী ছহিম হোসেন তুহিনকে ঈশ্বরদী থানার বড়াইচরা বাজার থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসামীকে বগুড়া জেলার আদমদীঘি থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ হযরত আলী এর নিকট হস্তান্তর করা হয়।