সমতল ডেস্কঃ ১৩ই অক্টোবর ২০২২ তারিখে আনুমানিক সন্ধ্যা সারে সাতটার দিকে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনার সদর থানাধীন শাহপুর যশোদল গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ দাউদ প্রামানিক ও মোঃ মেহেদী হাসান (১৯)ইয়াবা ও গাজা সহ আটক করে। গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে র্যাব-১২ পাবনা ৩২৫ পিস ইয়াবা, ০৬ গ্রাম গাঁজা, ০১টি মোটর সাইকেল, মোবাইল-০৪টি, সিম-০৬টি, নগদ-৫০০০/- টাকা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।