সমতল ডেস্কঃ আজ ১৫ নভেম্বর, ২০২২ তারিখে আনুমানিক বেলা ১১.০০টা হইতে ১.২০টা পর্যন্ত র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোঃ জহিরুল ইসলাম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রণালয়, পাবনা ও মোঃ মাহমুদ আলম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জন কার্যালয়, পাবনাসহ পাবনা জেলার সদর থানাধীন কবিরপুর এলাকায় গমণ করে এবং উক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মোঃ গিয়াস উদ্দিন (৪৫) এর নিকট হইতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৫ ধারা মোতাবেক উক্ত ব্যক্তির নিকট থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থ জরিমানা করা হয়। এছাড়াও ভেজাল মবিল ও রং বিনষ্ট করা হয়। উক্ত কারখানার মালিক দীর্ঘদিন যাবৎ ভেজাল মবিল তৈরী পূর্বক বাজারজাত করে আসছিল।