সমতল ডেস্কঃ ১ম অভিযানে আজ ২৮ নভেম্বর, ২০২২ তারিখ আনুমানিক ৩:২০ এ র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ঈশ্বরদী বাজারস্থ মালিথা মার্কেট এর সামনে থেকে সিআর মামলা নং-৫১১/২০২০ (পাবনা সদর); ধারাঃ এন. আই. এ্যাক্ট-১৩৮, সিআর মামলা নং-৫১৪/২০; ধারাঃ এন. আই. এ্যাক্ট-১৩৮, সিআর মামলা নং-৫১৫/২০; ধারাঃ এন. আই. এ্যাক্ট-১৩৮, সিআর মামলা নং-৫১১/২০; ধারাঃ এন. আই. এ্যাক্ট-১৩৮ মোতাবেক বিজ্ঞ আদালতে রায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আসিফ হোসেন সোহাগ (৩২) কে গ্রেপ্তার করে।
আসামী মোঃ আসিফ হোসেন সোহাগ এর পিতা-মোঃ অকুল হোসেন, বাড়িঃ পাবনা সদর থানার মেরিল বাইপাস শালগাড়িয়া (সৈয়দ মুনসুর আলী কলেজের পূর্ব পার্শ্বে স্টেশন রোড)।
উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। পরবর্তীতে উক্ত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
২য় অভিযানে আজ আনুমানিক রাত ৮.৩৫ এ র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার পাবনা থানাধীন ধোপখোলা সাকিনস্থ (দোগাছি ইউনিয়ন) ধোপখোলা সমবায় ব্রিকস এর ভিতর ইট পোড়ানোর চিমনীর পূর্ব পার্শ্বে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ ২জন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীরাঃ
১। মোঃ মতিন (৩৫), পিতা-মোঃ আজিজুল ফকির,
২। মোঃ সুজন শেখ (৪৫), পিতা-মোঃ মান্নান শেখ, উভয়ের বাড়ি পাবনা সদর থানার ধোপখোলা ফ্রামে।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
পরবর্তিতে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।