পাবনা প্রতিনিধিঃ ২৯/০৩/২৩ তারিখ বুধবার রাত ৯.৩০ টায় কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ তৌহিদুল মবিন খান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘পাবনা জেলার সদর থানাধীন শালগাড়ীয়া তালবাগানে অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) গ্রাম অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নামঃ আসামী মোঃ ইব্রাহিম হোসেন (৪০) সাং-শালগাড়ীয়া গোলাম আলী কাদেরেরগলি, মোঃ রাজীব খান (৪০)- সাং-শিবরামপুর (৫নং ওয়ার্ড),
মোঃ কালু (৩৮)- সাং-শালগাড়ীয়া (তালবাগান) পাবনা সদর-থানা জেলা-পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ জব্দকৃত আলামতসহ তাহাদের পাবনা জেলার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।