সমতল ডেস্কঃ র্যাব-১২ পাবনার স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি আভিযানিক দল সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদ হাসান রনি, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রাণালয়, পাবনা জেলা কার্যালয়, পাবনা’কে সাথে নিয়ে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন উমিরপুর এলাকার মোঃ আলাউদ্দিন (৪৬), পিতা-মৃত ময়েন উদ্দিন, গ্রাম-উমিরপুর, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা এর পদ্মা ড্রিংকিং ওয়াটার নামক ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদনহীণভাবে ড্রিংকিং ওয়াটার তৈরী করে
বাজারজাত করার অপরাধে ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং পাবনা জেলার অরনকোলা এলাকার মোঃ মঈন উদ্দিন রুবেল (৪৫), পিতা-সোলায়মান আলী, গ্রাম-মধ্য অরনকোলা, থানা- ঈশ্বরদী , জেলা-পাবনা এর ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরীজ নামক অনুমোদনহীন আয়ুর্বেদিক ল্যাবরেটরীজ ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ যৌন উত্তেজনাকর ঔষধ তেরী করে বাজারজাত করার অপরাধে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এছাড়াও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক উক্ত ল্যাবরেটরীজ প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট/সিরাপের বোতল ধ্বংস করতঃ উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। উক্ত ল্যাবরেটরীজ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীনভাবে অবৈধ যৌন উত্তেজনাকর ঔষধ তেরী করে বাজারজাত করে আসছিল।