একই দিনে দুই সফল অভিযান র‍্যাব-১২ সিরাজগঞ্জ-এর, মাদক ও মাদক ব্যবসায়ী আটক

সমতল ডেস্কঃ প্রথম অভিযান চালায় ১৪/১১/২০২২ ইং তারিখে আনুমানিক রাত ০২:২৫ সময় গোপন সাংবাদরে ভিত্তিতে র‍্যাব-১২ এর সদর কোম্পানী এবং স্পেশাল কোম্পানীর একটি চৌকষ যৌথ আভযিানকি দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাচলিয়া বাজারের আঃ আজিজ ফিলিং ষ্টেশনের নিকট হতে একটি প্রাইভটেকার থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রফেতার করে এবং মাদক বহনরে কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভটেকার জব্দ করা হয়।

প্রথম অভিযানে গ্রেফতারকৃত আসামীগনঃ
১। মোঃ দুলাল ময়িা (৪৫), পিতা- মৃত আঃ করমি, সাং-গোবন্দিপুর, থানা-কতোয়ালী, জেলা-কুমল্লিা
২। মোঃ সাইফুল ইসলাম সোহেল(৩০), পিতা-মোঃ সালাম মিয়া, সাং- দ্বিতীয় মুরাদপুর, থানা- দ্বিতীয় মুরাদপুর, জেলা-কুমল্লিা।
৩। মোঃ রুবেল আহম্মদে সেন্টু(৩২), পিতা- মোঃ হিরোন মিয়া, সাং- দ্বিতীয় মুরাদপুর, থানা- দ্বিতীয় মুরাদপুর, জেলা-কুমল্লিা।

র‍্যাব-১২ সিরাজগঞ্জ দ্বিতীয় অভিযান চালায় ১৪/১১/২০২২ ইং তারিখ আনুমানিক রাত ০৩:০৫-এ সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাচলিয়া বাজারের আঃ আজিজ ফিলিং ষ্টেশনের নিকট। এই অভিযানে একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রপ্তার করে এবং মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান জব্দ করে।

দ্বিতীয় অভিযানে গ্রেফতারকৃত আসামীগনঃ
১। মোঃ ইকবাল হোসনে (২৩), পিতা- মৃত আঃ রাজ্জাক, সাং-রাধানগর, থানা-দেবীদ্বার, জেলা কুমিল্লা।
২। মোঃ গিয়াস উদ্দিন (৩৫), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং-রাধানগর, থানা-দেবীদ্বার, জেলা কুমিল্লা।
আটককৃত আসামীগন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘ দিন ধরেই সিরাজগঞ্জ সহ দেশের বিভন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার র্কাযক্রম প্রক্রিয়াধীন।

Send this to a friend