সমতল ডেস্কঃ র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর একটি অপারেশন দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে আজ ২৩ নভেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ১:৪৫ এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থানার মোবারকপুর ইউনিয়নের জহরপুর গ্রামের রায়হান হাজী (৪৫) এর ডোবার পানির নিচে বাঁশের খুটিতে বাঁধা অবস্থায় ৩০৯(তিনশত নয়) বোতল ফেন্সিডিল সহ ব্যবসায়ী মোঃ রনি (২২)কে হাতেনাতে গ্রেপ্তার করে। আসামী রনির পিতাঃ মৃত আঃ মান্নান, বাড়িঃ চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থানার জালমাছমারী গ্রামে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসায়ী মোঃ রনি সাক্ষীদের সম্মুখে অকপটে স্বীকার করে যে সীমান্তবর্তী এলাকা হতে ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন যায়গায় বিক্রি করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।