সমতল ডেস্কঃ র্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অপারেশন দল গতকাল ২৭ নভেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ১০ঃ৪৫ এ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাংগা ইউনিয়নের ঢোরবোনা গ্রামের ২নং ওয়ার্ডের মৃত মুন্টু মেম্বার বাড়ীর কাছ থেকে ৩১৯(তিনশত উনিশ) বোতল ফেন্সিডিল সহ একজন মাদল ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামীঃ মোঃ তোফাজ্জল হোসেন (৪৮), পিতা-মৃত জয়নাল আবেদীন বাড়িঃ চাঁপাইনবাবগঞ্জ এর শিবগঞ্জ থানার শাহাপাড়া গ্রামে।
জিজ্ঞাসাবাদে জানা যায় পূর্বে একাধিকবার সে এভাবে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গায় সরবরাহ করেছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।