সেনাবাহিনিতে চাকুরীর ভুয়া নিয়োগপত্র সহ প্রতারককে গ্রেপ্তার করলো র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ

সমতল ডেস্কঃ র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অপারেশন দল দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আজ ১৯ নভেম্বর ২০২২ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৬:৩০ এ গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোমস্তাপুর বাস স্ট্যান্ড এর গোমস্তাপুর ইসলামীয়া হাসপাতাল এর সামনে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক (স্টোর কিপার) পদে চাকরির ভূয়া নিয়োগপত্র সহ ভুয়া চাকুরি দাতা মোঃ মুনিরুল ইসলাম (৫৭) কে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এছারা একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ মুনিরুল ইসলাম সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে ভূক্তভোগীকে ভূয়া এপয়েন্টমেন্ট লেটার দিয়ে তার কাছ থেকে ১২ (বারো) লক্ষ টাকা হাতিয়ে নেয়।
গ্রেপ্তারের সময় প্রতারক মোঃ মুনিরুল ইসলাম এর কাছে পাওয়া যায়ঃ
(ক) বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক (স্টোর কিপার) পদে ভর্তির ভূয়া নিয়োগপত্র ০১ (এক) কপি,
(খ) মোবাইল ফোন-০১(এক)টি,
(গ) সীমকার্ড ০১ (এক) টি,
(ঘ) ব্যাঙ্ক চেক-০১(এক)টি,
(ঙ) ভূয়া সীল -০৩(তিন)টি, এবং
(চ) ষ্ট্যাম্প প্যাড-০১(এক)টি।
প্রতারক মোঃ মুনিরুল ইসলাম এর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এর গোমস্তাপুর থানার লক্ষীনারায়ণপুর গ্রামে। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Send this to a friend