সমতল ডেস্কঃ আজ ২৫ই নভেম্বর ২০২২ এ র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিজানিক দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকেল ৫:৩০ এ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন কিচনী দোহা গ্রামস্থ জনৈক নাসির (৩৫), পিতা-মৃত সাইফুদ্দিন এর লেদ মেশিন ঘরের সামনে পাঁকা রাস্তার উপর হতে ২.৪৫০ (দুই কেজি চারশত পঞ্চাশ গ্রাম) কেজি হেরোইন সহ আসামী প্রশান্ত লাল চৌধুরী (২৫) কে গ্রেপ্তার করে।
মাদক ব্যবসায়ী প্রশান্ত লাল চৌধুরীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার হুজরাপুর গ্রামে তার পিতাঃ পিতা-মৃত মন্টু লাল চৌধুরী।
মাদক ব্যবসায়ী প্রশান্ত লাল চৌধুরীকে ২.৪৫০ কেজি হেরোইন সহ আটকের সময় তার কাছে ১টি মোবাইল ফোন, একটি সীমকার্ড এবং নগদ-৩০০০/(তিন হাজার) টাকা পাওয়া যায়।
আনুমানিক আড়াই কোটি টাকা মুল্যের আটককৃত ২.৪৫০ কেজি হেরোইন গুলো মাদক ব্যবসায়ী প্রশান্ত লাল চৌধুরী কুখ্যাত চরবাগডাংগা এলাকা হতে সংগ্রহ করে ইজি বাইকে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়ার সময় অভিজ্ঞ র্যাবের টিম কর্তৃক আটক হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।