২৭৮ গ্রাম হেরোইনসহ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করলো র‌্যাব-১২ সিরাজগঞ্জ

সমতল ডেস্কঃ আজ ২০/১১/২০২২ তারিখ বিকেল ০৪:৫৫টায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর ও স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর বাজারস্থ নিউ রুপালী হোটেলের সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২৭৮(দুইশত আঠাত্তর) গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আলিম শেখ (৫২), পিতা- মৃত কাবিল শেখ, সাং-পোড়াবাগ, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ আলিম শেখ স্বীকার করেছে সে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলিম শেখ বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Send this to a friend