সমতল ডেস্কঃ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল গতকাল ১৪ই অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬:৩০ এ পাবনা জেলার সদর থানার
চর আশুতোষপুরের রানা ইকো পার্কের সন্নিকটে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবাসায়ী সহ ৫২ (বায়ান্ন) গ্রাম হেরোইন আটক করে। এই অভিজানে আটক কৃত মাদক ব্যবসায়ীরা হল পাবনার
১। মোঃ হিরাজুল সাং-চর রাণীনগর, ২। মোঃ হালিম খান সাং-বলরামপুর, ৩। মোঃ শমসের আলী সরদার সাং-পশ্চিম চরবলরামপুর ৪। মোঃ ইসলাম (২৪)। এছারাও গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, সিম কার্ড ও মোটরসাইকেল আটক করা হয়।
একই দিনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২ পাবনা আনুমানিক রাত ১০:৩০ দিকে পাবনা সদর থানার গাছপাড়া (খাঁ পাড়া) গ্রামের ইটের তৈরী একচালা টিনের ঘরের ভিতর থেকে ৩জন মাদক ব্যবসায়ী সহ ২৮ (আঠাশ) গ্রাম হেরোইন আটক করে। গ্রেপ্তারকৃত আসামীরা হল ১। মোঃ আঃ মজিদ (৬৩), ২। মোঃ সাইদুল ইসলাম (৫০) উভয় সাং-চক রামানন্দপুর, এবং ৩। মোঃ আঃ লতিফ খাঁন (৫০) সাং-গাছপাড়া (খাঁপাড়া)সর্ব থানা-পাবনা, জেলা-পাবনা। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হচ্ছে।