সমতল ডেস্কঃ গতকাল ১৮ অক্টোবর, ২০২২ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬:৩০টার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
পাবনা সদর থানাধীন লক্ষীনাথপুর রাজাপুর এর হক অটোগ্যাস স্টেশন ও কনভেনশন সেন্টারের দক্ষিণ পূর্ব কোণে পাবনা টু আতাইকুলা গামী মহাসড়কের উপর হতে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৩৯) এবং মোঃ আব্দুস সামাদ (২৫)’কে হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত আসামীদের ৩১৮ (তিনশত আঠার) গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন, মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০৩টি চাবি, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিম কার্ড, ট্রাকের কাগজপত্র এবং নগদ-৮৭৭৫/- টাকা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এদিকে আজ ১৯ অক্টোবর, ২০২২ তারিখে আনুমানিক দুপুর ৩ঃ১৫ টার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে আরেকটি অভিযানে পাবনার সদর থানাধীন কামারগ্রাম গ্রামের জনৈক লোকমানের এর মুদি দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ মহিদুল ইসলাম (২৩)’কে গাঁজাসহ আটক করে। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে র্যাব-১২, পাবনা ০১ কেজি ১০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা, ০১টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।