সমতল ডেস্কঃ গত ২৩ অক্টোবর, ২০২২ তারিখে রাতে আনু্মানিক ৮:৫০ এ র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার সাধুপাড়া চাঁদা খাঁর বাঁশতলার মোড়ে দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে থেকে ২১২ (দুইশত বার) গ্রাম হেরোইন সহ রাজশাহীর দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
গ্রেপ্তারকৃত আসামী গনঃ মোঃ মামুনার রশিদ ফিটু (৪২), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-দাঁত ঝিকড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, এবং মোঃ শামসুল আলম (৪৩), পিতা-শীষ মোহাম্মদ সাং-সাগুয়ান, থানা–গোদাগাড়ী, জেলা-রাজশাহী। উক্ত অভিযানে হেরোইন বহন কাজে ব্যবহৃত খড় বোঝাই ০১টি ট্রলি, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড এবং নগদ-৭২০/-টাকা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।