তথ্য অধিকার কী
আপনি যা জানেন না কিন্তু জানতে চান তাহাই তথ্য। তথ্য অধিকার একটি মানবাধিকার; যা বিভিন্ন অধিকার ও দায়িত্বের সমন্বয়, যথা: সরকার ও সংশি-ষ্ট বেসরকারি সংস্থার কাছ থেকে প্রত্যেক ব্যক্তির তথ্য পাওয়ার অধিকার; কোনো ব্যতিক্রম ছাড়া জনগণের চাহিদাকৃত তথ্য প্রদান করা সরকার ও সংশি-ষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। অনুরোধের অপেক্ষা না করে জনগণের স্বার্থে প্রয়োজনীয় তথ্য স্ব-প্রণোদিতভাবে প্রকাশ করা সরকার ও সংশি-ষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
জাতিসংঘ সনদ
জাতিসংঘ কর্তৃক গৃহীত মৌলিক মানবাধিকারসমূহ (ঘোষণাপত্র, ১৯৪৮) এর অনুচ্ছেদ ১৯ এ বলা হয়েছেঃ “প্রত্যেকেরই মতামত পোষণ এবং মতামত প্রকাশের স্বাধীনতায় অধিকার রয়েছে। অবাধে মতামত পোষণ এবং রাষ্ট্রীয় সীমানা নির্বিশেষে যে কোন মাধ্যমের মারফত ভাব এবং তথ্য জ্ঞাপন, গ্রহণ ও সন্ধানের স্বাধীনতাও এ অধিকারের অন্তর্ভুক্ত”।
বাংলাদেশের আইন
তথ্য অধিকার আইন, ২০০৯ সনের ২০ নং আইনের ৪ নং অনুচ্ছেদে লেখা আছেঃ
৪। তথ্য অধিকার।⎯এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কর্তৃপক্ষের নিকট হইতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকিবে এবং কোন নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাহাকে তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবে।
সরকারী-বেসরকারী বা স্বায়ত্তশাসিত যে কোনও প্রতিষ্ঠানের আপনার প্রয়োজনীয় তথ্য পেতে নির্দিষ্ট সরল ফর্মে আবেদন করুন; পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় তথ্য।
তথ্য অধিকার
১। তথ্য অধিকার আইন, ২০০৯
২। তথ্য প্রাপ্তি সংক্রান্ত বিধিমালা, ২০০৯
৩। তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রবিধিমালা, ২০১০
৪। তথ্য প্রকাশ ও প্রচার প্রবিধানমালা, ২০১০
৫। তথ্যপ্রাপ্তির আবেদন ফরম
৬। তথ্যপ্রাপ্তির আপিল ফরম
৭। তথ্যপ্রাপ্তির অভিযোগ ফরম
৮। জাতীয় শুদ্ধাচার কৌশল-এর আওতায় গঠিত তথ্য অধিকার বিষয়ক সাবকমিটি
৯। তথ্য অধিকার ওয়ার্কিং গ্রুপ
১০। জেলা তথ্য অধিকার উপদেষ্টা কমিটি
১১। তথ্য অধিকার বাস্তবায়ন পরিকল্পনা
১২। বিভাগীয় ওয়েব পোর্টাল ব্যবস্থাপনা কমিটি
সকল ডকুমেন্ট পেতে এখানে ক্লিক করুনঃ >> Click Here
বিস্তারিত জানতে এখানে দেখুনঃ
১) তথ্য অধিকার ( তথ্য প্রকাশ ও প্রচার ) প্রবিধানমালা ২০১০
২) তথ্য অধিকার ( অভিযোগ দায়ের ও নিস্পত্তি সংক্রান্ত ) প্রবিধানমালা, ২০১১
৩) তথ্য অধিকার ( তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা ) প্রবিধানমালা ২০১০
৪) তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা, ২০০৯
৫) তথ্য অধিকার আইন, ২০০৯
সকল লিঙ্ক এখানে ক্লিক করুনঃ > > Click Here