‘রাশিয়ার বিমান ছিনতাই করতে ব্যর্থ ইউক্রেন’

সমতল ডেস্কঃ রাশিয়ার কয়েকটি সামরিক বিমান ছিনতাইয়ের জন্য ইউক্রেন বিশেষ পরিকল্পনা নিয়েছিল তবে রাশিয়ার গোয়েন্দারা তা ব্যর্থ করে দিয়েছে।
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বর্তমানে যে সামরিক সংঘাত চলছে তার প্রথম দিকে রাশিয়ার সামরিক সরঞ্জাম যেমন যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ট্যাংক হাতিয়ে নিতে ইউক্রেন একটি তালিকা তৈরি করে যার বিনিময়ের রাশিয়ার পক্ষ ত্যাগ করা পাইলটদের সর্বোচ্চ ১০ লাখ ডলার পুরস্কার এবং ইউরোপীয় ইউনিয়নে নাগরিকত্ব দেয়ার লোভ দেখিয়েছিল। বিশেষ করে রাশিয়ার এসইউ-৩৪ বোমারু বিমান এবং টিইউ-২২ কৌশলগত বিমানের দিকে বেশি আগ্রহী ছিল ইউক্রেন।এ জন্য ইউক্রেন বিশেষ এজেন্ট নিয়োগ করে। এই পরিকল্পনায় মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত একটি তদন্ত সংস্থার এক কর্মকর্তা যুক্ত ছিলেন। ওই সংস্থাটি সাংবাদিকদের একটি গ্রুপ বলে নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে।
ইউক্রেনের গোয়েন্দারা এ ব্যাপারে রাশিয়ার এসইউ-৩৪ বিমানের একজন পাইলটের সঙ্গে যোগাযোগ করলে এবং ১০ লাখ ডলার পুরস্কার দেয়ার কথা জানালে প্রথমে ওই পাইলট বিষয়টিকে তেমন গুরুত্ব দেন নি। কিন্তু পরবর্তীতে ইউক্রেনের গোয়েন্দাদের চাপাচাপির কারণে তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারেন এবং রাশিয়ার গোয়েন্দাদের তিনি বিষয়টি জানালে রাশিয়ার গোয়েন্দারা এ বিষয়ে নজরদারি করতে থাকে। রাশিয়ার এই পাইলট জানান, তাকেও ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব এবং আয়েশি জীবনযাপনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।
ইউক্রেনের গোয়েন্দাদের জোরালো বিশ্বাস ছিল যে, এই ধরনের সুযোগ-সুবিধার প্রলোভন দেখানো হলে রাশিয়ার পাইলটরা সহজেই বিশ্বাসঘাতকতা করে কিয়েভের হাতে বিমান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তুলে দেবে।

Send this to a friend