যদি আপনার স্মার্টফোনটি বয়স্ক হয়ার লক্ষণ দেখাতে শুরু করে এবং এটি আগের মতো দ্রুত না চলে, এর অর্থ এই নয় যে আপনাকে একটি নতুন ফোন কেনার জন্য অর্থ ব্যয় করতে হবে। প্রথমে ছেষ্টা করতে হবে আপনার ফোনটিকে সুস্থ ও গতিশীল করে তোলার চেষ্টা করা। সামান্য কিছু সফটওয়্যার ম্যাইন্টেনেন্সের মাধ্যমেই আপনার অলস ফোনটি গতিশীল হয়ে উঠতে পারে। আপনার ফোনটিকে দ্রুত করতে এবং পুনর্ব্যবহারযোগ্য করতে এখানে কিছু সহজ পদক্ষেপ রয়েছে৷
হার্ড রিস্টার্ট
আপনার ফোনটির গতি বাড়ানোর দ্রুততম সমাধান হচ্ছে এটিকে হার্ড রিস্টার্ট করা। এটি করলে
ফোনের অনেক সমস্যা দূর হয়ে যাবে যেমন নেটওয়ার্ক সংযোগের অসুবিধা এবং মেমরি গ্লিচ ইত্যাদি।
হার্ড রিস্টার্ট করার জন্য এন্ড্রয়েড ফোনের পাওয়ার বাটন ও ভলিউম বাটন একসাথে চেপে ধরুন
এরপর স্ক্রিনে রিস্টার্টে চাপ দিয়ে ফোনটি রিস্টার্ট করুন।
অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল করুন
যে অ্যাপ গুলো আপনার প্রয়োজন নেই তা আনইনস্টল করুন। এর জন্য Settings > Apps এ গিয়ে অ্যাপটি সিলেক্ট করে Unonstall চাপুন। যেগুলোতে Unonstall অপশন আসেনা সেগুলো Disable করুন বা Force Stop করুন। অপারেটিং সিস্টেম আপডেট রাখুন Go to Settings > Software update এরপর Download and install সিলেক্ট করুন। সংক্রিয় ভাবে আপডেট করার জন্য AUto Download Over Wi-fi এনাবল করে দিন।
অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন ও প্রয়োজনীয় ফাইল কম্পিউটারে স্থানান্তর করুন।
সারকথা হার্ড রিসেট ও অপ্রয়োজনীয় অ্যাপ রিমুভ, Disable বা Force Stop
করাটা জরুরী।