সাইবার এক্সপার্টদের মতে ফেসবুকে সাধারনত নামিদামি ব্যক্তিদের নামে নতুন অ্যাকাউন্ট খুলে ওই ব্যক্তির মুল একাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য, ছবি, ভিডিও চুরি করে হুবহু একই রকম দেখতে আরও একটি ভুয়া প্রোফাইল তৈরি করে সাইবার অপরাধীরা। সেই প্রোফাইল থেকে ঐ ব্যক্তির ফ্রেন্ড লিস্ট দেখে তাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারা। প্রোফাইলটি দেখতে যেহেতু হুবহু একই রকম, পরিচিত বা বন্ধুর কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পেয়েছে মনে করে তা একসেপ্ট করে ফেলেন বেশির ভাগ মানুষ। এরপর শুরু হয় তথ্য চুরি সহ নানা ধরনের অপকর্ম। তথ্য চুরি তো বটেই, এ ভাবে জালিয়াতেরা অর্থ, ব্যক্তিগত তথ্য, ইমেইল বা অন্যান্য অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও চুরি করতে পারে তারা।
ফেসবুক আপনার নামে ভুয়া প্রোফাইল বা ক্লোন প্রোফাইল দেখলে কি করবেন?
১) অস্বস্তি বোধ নাকরে প্রথমে পুরো ঘটনার বর্ণনা দিয়ে নিজের আসল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করতে পারেন। সেই পোস্ট যাতে আপনার সাথে যুক্ত সবার নজরে আসে তার জন্য কমেন্টস বক্সে @highlight বা @follower লিখে রাখতে পারেন।
২) পরিচিত সবাইকে জানিয়ে দিন ঐ একাউন্টটি দেখা মাত্রই যেন ‘রিপোর্ট’ করে দেন।
৩) এরপর প্রথমে ফেসবুক থেকে ঐ ভুয়া একাউন্টটি খুঁজে বের করে সেখানে গিয়ে একটু নীচে রয়েছে তিনটি (…) চিহ্ন; সেখানে ক্লিক করে রিপোর্ট প্রোফাইল’ অপশনে ক্লিক করে বিস্তারিত সিলেক্ট করে ফেক অ্যাকাউন্ট-এ ক্লিক করুন।