সমতল ডেস্কঃ গত ১২/১০/২০২২ তারিখে পাবনা জেলার আটঘরিয়া থানার হাজি পাড়ার বাসিন্দা বয়স্ক ও দুর্বল অটো চালক মোঃ ইসমাইল হোসেন কে গলায় গামছা পেচিয়ে নির্মম ভাবে হত্যা করে অটো রিক্সাটি নিয়ে যায় হত্যাকারীরা। ইসমাইল হোসেন কে হত্যার পর আসামীরা ঐ রাতেই অটো রিক্সাটি নিয়ে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার উত্তর শ্যামপুর গ্রামের আনিসুরের নিকট যায় ও ৪০,০০০ টাকার বিনিময়ে অটো রিক্সাটি বিক্রি করে দেয়। উক্ত হত্যাকান্ডের মামলা হয় পাবনার চাটমোহর থানায় ১৪/১০/২০২২ তারিখে। মামলা দায়ের হওয়ার পরে পাবনার স্বনামধন্য পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নেতৃত্বে ৩ জন আসামীকে দেশের বিভন্ন যায়গা থেকে গ্রেপ্তার করেন পাবনার চৌকশ পুলিশ টিম। গ্রেপ্তার কৃত আসামী মোঃ আতিকুল ইসলাম(২১) কে গাজিপুর থেকে, আসামী মোঃ মুক্তা প্রামানিক(২২) কে ঢাকার পুর্বাচল আবাসিক এলাকা থেকে এবং আসামী মোঃ আনিসুর রহমান(৩২) কে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামী মোঃ আনিসুর রহমান এর তথ্য অনুযায়ী ছিনতাই কৃত অটো রিক্সাটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়। আসামী সাদ্দামকে এখনো গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
বিস্তারিত ভিডিও তেঃ